রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিল ডব্লিউএফপি
- আপডেট সময় : 02:03:39 pm, Tuesday, 14 October 2025 275 বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিল ডব্লিউএফপি
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছেন, বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, রোহিঙ্গা সংকট এখনও রোমভিত্তিক এই জাতিসংঘ সংস্থার অন্যতম অগ্রাধিকারমূলক ইস্যু।
ইতালির রাজধানী রোমে আজ এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন কার্ল স্কাউ। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বৈঠকে মূলত রোহিঙ্গা সংকট, গাজা ও সুদানের দুর্ভিক্ষ পরিস্থিতি এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ক্ষুধা মোকাবিলায় তহবিল সংগ্রহের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
কার্ল স্কাউ গত ১৫ মাসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ ফেরানোর তাঁর অবিচল প্রচেষ্টাকে বিশেষভাবে উল্লেখ করেন। দুই নেতা রোহিঙ্গা শিবিরে বসবাসরত শরণার্থীদের জন্য অতিরিক্ত অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
স্কাউ বলেন, অধ্যাপক ইউনূসের আহ্বানে আয়োজিত ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকটি রোহিঙ্গা ইস্যুতে নতুন করে আন্তর্জাতিক মনোযোগ সৃষ্টি করেছে। “এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক। আমাদের নিশ্চিত করতে হবে, বিষয়টি যেন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে,” তিনি যোগ করেন।
বৈঠকে ধনী দেশ ও বহুপাক্ষিক সংস্থা থেকে নতুন অর্থায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
স্কাউ জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাম্প্রতিক নতুন মানবিক সহায়তার প্রতিশ্রুতির পর, ডব্লিউএফপি প্রত্যেক রোহিঙ্গার জন্য মাসিক ১২ ডলারের খাদ্য ভাতা চালিয়ে যাবে।
অধ্যাপক ইউনূস বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবিলায় ডব্লিউএফপির নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশে নতুন স্কুল ফিডিং কর্মসূচি শুরুতে সংস্থাটির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, “এশিয়ার কিছু দেশ স্কুল ফিডিং প্রোগ্রামে চমৎকার সাফল্য দেখিয়েছে। আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানোন্নয়ন ও ধীরে ধীরে বিস্তারের দিকে যেতে চাই।”
বৈঠকে বিশ্বব্যাপী ক্ষুধা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। স্কাউ জানান, ডব্লিউএফপি বর্তমানে গাজায় শত শত খাদ্যবাহী ট্রাক পাঠানোর কাজ করছে, যেখানে বৈশ্বিকভাবে প্রায় ৩০ কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।










