মালয়েশিয়ার কঠোর নতুন নিয়োগ শর্তে আপত্তি বাংলাদেশের
- আপডেট সময় : 01:12:29 pm, Wednesday, 19 November 2025 59 বার পড়া হয়েছে
মালয়েশিয়া আবারও বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলেছে, তবে প্রায় এক ডজন শর্ত দিয়েছে যেগুলোর বেশ কয়েকটি ঢাকা গ্রহণযোগ্য মনে করছে না—আজ এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
রাজধানীর একটি হোটেলে “ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম” উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, প্রস্তাবিত শর্তগুলোর কয়েকটির বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে আপত্তি জানিয়েছে এবং মালয়েশিয়ার সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে, যাতে কর্মীদের স্বার্থ রক্ষায় আরও অনুকূল অবস্থান নিশ্চিত করা যায়।
মালয়েশিয়ার নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগ এজেন্সিগুলোকে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা, গত পাঁচ বছরে কমপক্ষে ৩,০০০ কর্মী বিদেশে পাঠানোর রেকর্ড এবং অন্তত তিনটি গন্তব্য দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া বৈধ লাইসেন্স, সুশৃঙ্খল আচরণের সনদ, নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র, কমপক্ষে পাঁচজন আন্তর্জাতিক নিয়োগকারীর সুপারিশপত্র, ১০,০০০ বর্গফুট স্থায়ী অফিস স্পেস এবং গন্তব্য দেশের নিয়মনীতির সঙ্গে সামঞ্জস্যতার প্রমাণপত্রও থাকতে হবে।
তিনি সতর্ক করে বলেন, এত কঠোর শর্ত আরোপ করা হলে নতুন একটি সিন্ডিকেট গঠনের আশঙ্কা তৈরি হবে।
“এই মানদণ্ড যদি কার্যকর হয়, তাহলে খুব কম সংখ্যক এজেন্সিই কর্মী পাঠাতে পারবে। আমরা চাই শ্রমবাজার হোক উন্মুক্ত এবং প্রতিযোগিতামূলক,” তিনি বলেন।
“ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম” সম্পর্কে তিনি জানান, এ প্ল্যাটফর্মটি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পাশাপাশি সম্ভাব্য অভিবাসী শ্রমিকদের জালিয়াতি ও হয়রানি থেকে রক্ষা করতে সহায়তা করবে।










