এনসিপি নেতৃত্বাধীন নতুন জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষিত
- আপডেট সময় : 12:21:32 pm, Sunday, 7 December 2025 94 বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে মিলে নতুন একটি জোট গঠন করেছে। আসন্ন নির্বাচনটি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউতে) আজ বিকেল ৫টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও জোটের মুখপাত্র নাহিদ ইসলাম জানান, নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম রাখা হয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।
তিনি বলেন, আপাতত তিনটি দল নিয়ে এই জোটের সূচনা হয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসবে, জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন শক্তি এক প্রতীকে নির্বাচনে অংশ নিতে চায়।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনায় বিশ্বাসী কিংবা রাষ্ট্র সংস্কারে আগ্রহী যেকোনো রাজনৈতিক দল এই জোটে যুক্ত হতে পারে।
তিনি উল্লেখ করেন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে পুরোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা করা হয়েছিল, তবে সেটি “ভুল সিদ্ধান্ত” ছিল।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক সংস্কার কার্যক্রমকে সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নিতেই এ জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।










