চায়ের আমন্ত্রণ দিয়ে বিকেলে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
- আপডেট সময় : 06:34:29 pm, Tuesday, 23 December 2025 45 বার পড়া হয়েছে
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় “চায়ের আমন্ত্রণ” জানিয়ে তলব করেছে। এটি মঙ্গলবার বিকেলে ঘটে। এর মধ্য দিয়ে গত ১০ দিনে দুই দেশ একে অন্যের কূটনীতিককে চার দফায় তলব করে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক টানা চতুর্থ দিন উত্তেজনাপূর্ণ থাকে। দিনের শুরুতে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ওই বৈঠকে ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে বিক্ষোভ ও হুমকি প্রদানের ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের ভাঙচুরের বিষয়গুলোতে ভারতের গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
এর জের ধরে বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতীয় যুগ্ম সচিব বি শ্যাম বাংলাদেশের হাইকমিশনারকে বলেন, সম্প্রতি বাংলাদেশ কিছু ইস্যুতে অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই অভিযোগ খণ্ডন করে বাংলাদেশের হাইকমিশনার বলেন, বাংলাদেশ বিভিন্ন বিষয়েই বাস্তবতা ও সত্যের ভিত্তিতে অবস্থান তুলে ধরছে।
গত বছরের জুলাইয়ে গণ–অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই ১৬ মাসে প্রথমবার একই দিনে এক দেশের দূতকে সকালে তলব করার পর বিকেলে অন্য দেশের দূতকে তলবের ঘটনা ঘটেছে।









