লন্ডনে বিমানবন্দরে তারেক রহমান
- আপডেট সময় : 04:49:15 pm, Wednesday, 24 December 2025 37 বার পড়া হয়েছে
দীর্ঘদিন পর দেশে ফেরার প্রস্তুতি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। বুধবার বাংলাদেশ সময় রাত প্রায় সোয়া ১০টার দিকে তিনি সেখানে উপস্থিত হন। বিমানবন্দরে পৌঁছে প্রয়োজনীয় চেক-ইন প্রক্রিয়া শেষ করে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
এর আগে বুধবার রাতে লন্ডনের বাসা থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
হিথ্রো বিমানবন্দরে তাঁর পৌঁছানোর আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ সহকারী আবদুর রহমান (সানি) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ শাখার সমন্বয়ক কামাল উদ্দিন তাঁর লাগেজ চেক-ইনের কাজ সম্পন্ন করেন।
১৭ বছরেরও বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে।
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি নানা কর্মসূচির আয়োজন করেছে। বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাঁর তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফিট সড়ক নামেও পরিচিত, হয়ে সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি দেশবাসীর প্রতি বক্তব্য দেবেন। পরে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে বিমানবন্দর সড়ক ও কাকলী মোড় হয়ে গুলশান-২ নম্বরে তাঁর বাসভবনে ফিরবেন।
পরদিন শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
শনিবারও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। ওই দিন তিনি জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে।









