তাসনিম জারা ও তাজনূভা জাবীনের পদত্যাগ: যা বললেন নাহিদ ইসলাম
- আপডেট সময় : 05:16:56 pm, Sunday, 28 December 2025 19 বার পড়া হয়েছে
এনসিপি থেকে তাসনিম জারা ও তাজনূভা জাবীনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তাসনিম জারা ও তাজনূভা জাবীনের পদত্যাগের বিষয়ে কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দলে থাকা বা নির্বাচনে অংশ নেওয়া—এ দুটিই সম্পূর্ণভাবে ব্যক্তিগত সিদ্ধান্ত।
রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
এক সাংবাদিক জানতে চান, জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে দুই নারী নেত্রীর পদত্যাগ এবং কিছু নেতার আপত্তি দলীয় ঐক্যে প্রভাব ফেলছে কি না। জবাবে নাহিদ ইসলাম বলেন, এনসিপির নির্বাহী পরিষদের সঙ্গে আলোচনা করে এবং সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই জোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, মতের ভিন্নতা থাকা স্বাভাবিক। কেউ আপত্তি জানাতেই পারেন। তবে তাঁর দাবি, এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব, মাঠপর্যায়ের নেতা-কর্মী এবং সহযোগী সংগঠনগুলোর বড় একটি অংশ এই সিদ্ধান্তের পক্ষে রয়েছে। বিরোধিতাকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক সাবেক নেতাদের আসনে এনসিপি প্রার্থী দেবে কি না—এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, কে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, সেটির ওপর ভিত্তি করে দল প্রার্থী নির্ধারণ করবে না। বরং যাঁরা দলের লক্ষ্য ও আদর্শের সঙ্গে একমত, মাঠে সক্রিয় এবং জনগণের কাছে গ্রহণযোগ্য, তাঁরাই মনোনয়ন পাবেন।
জামায়াতে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হওয়ার পর শনিবার এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
এদিকে একই ইস্যুতে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনও পদত্যাগ করেন। তিনি ঢাকা-১৭ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে প্রচার চালাচ্ছিলেন। এক ফেসবুক পোস্টে তিনি জোটের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি জানান।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা এবং দলের কয়েকজন নারী নেত্রী।









