জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদা
- আপডেট সময় : 03:06:06 pm, Wednesday, 31 December 2025 16 বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে রাজধানীর জিয়া উদ্যানে বুধবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
এর আগে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখা যায়। সকাল থেকেই দলে দলে মানুষ জানাজায় অংশ নিতে আসেন। দুপুরের মধ্যেই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কারওয়ান বাজার পর্যন্ত বিভিন্ন সড়ক জনসমুদ্রে পরিণত হয়। বেলা ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে ৩টা ৫ মিনিটে শেষ হয়।
জানাজা শেষে সংসদ ভবন এলাকা থেকে কঠোর নিরাপত্তায় পতাকায় মোড়া মরদেহবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মরদেহ স্বামী জিয়াউর রহমানের সমাধির কাছে পৌঁছানো হয়। পরে সেনা ও নৌবাহিনীর সদস্যরা কফিন কাঁধে নিয়ে দাফনস্থলে যান।
দাফনের সময় তাঁর পরিবার-পরিজন, বিএনপির শীর্ষ নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও অসংখ্য নেতা-কর্মী নীরবে শোক ও শ্রদ্ধা জানান।
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শোককালীন সময়ে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন, দলীয় কার্যালয়গুলোতে শোকবই খোলা থাকবে এবং সারা দেশে দোয়া ও কোরআনখানি কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটে।









