ইসরাইলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম
- আপডেট সময় : 06:03:07 am, Wednesday, 8 October 2025 375 বার পড়া হয়েছে
গাজায় ইসরাইলি অবৈধ নৌঅবরোধ ভাঙতে আন্তর্জাতিক নৌবহর “ফ্রিডম ফ্লোটিলা” রওনা হয়েছিল। এ নৌবহরে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির নৌবাহিনী শহিদুল আলমসহ ফ্লোটিলার সব নৌযান আটক করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, একটি নতুন ফ্লোটিলা যা গাজার সমুদ্রবন্দর ভেঙে প্রবেশের চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। ফ্লোটিলার সব জাহাজ এবং যাত্রী ইসরাইলি নৌবাহিনী দ্বারা আটক হয়েছে এবং বর্তমানে একটি ইসরাইলি বন্দরে নেওয়া হচ্ছে।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আইনগত নৌবন্দর ভেঙে যুদ্ধে প্রবেশের আরও একটি ব্যর্থ প্রচেষ্টা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। জাহাজ এবং যাত্রীরা একটি ইসরাইলি বন্দরে নেওয়া হয়েছে। সকল যাত্রী নিরাপদ এবং সুস্থ অবস্থায় আছেন। তাদের দ্রুত বহিষ্কৃত করার পরিকল্পনা রয়েছে।”
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃক আয়োজিত এই নয়-জাহাজের ফ্লোটিলায় অন্তত ১০০ জন সক্রিয় কর্মী ছিলেন। এর মধ্যে একটি জাহাজের নাম কনসিয়েন্স (Conscience), যা প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করে।










